২০২৬ সালের এসএসসি পরীক্ষার সাজেশন দেখুন (গ্যারান্টি সহ A+)

২০২৬ সালের এসএসসি পরীক্ষা সাজেশন খুঁজছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন আজকের এই আর্টিকেলে আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে সেরা সাজেশন শেয়ার করব। আজকের এই আর্টিকেলে আমরা ২০২৬ সালের এসএসসি ইংরেজি সাজেশন, ২০২৬ সালের এসএসসি বাংলা সাজেশন, A+পাওয়ার গোপন টিপস ssc এবং ssc তে গোল্ডেন পাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
২০২৫ সালের এসএসসি পরীক্ষার সাজেশন দেখুন
আপনি যদি আজকের এই পোস্টটি সম্পন্ন দেখেন তাহলে গ্যারান্টি সহ ssc তে গোল্ডেন অটল করতে পারবেন। কারণ গোল্ডেন পাওয়া কিন্তু খুব কঠিন কোন বিষয় নয়। একটু নিয়ম মেনে পড়াশোনা করলে সহজেই ২০২৬ সালের এসএসসি পরীক্ষা A+অর্জন করতে পারবেন। তাই গ্যারান্টি সহ আপনি যদি নিজের এই সাজেশন অনুসারে পড়েন এবং নিয়মগুলো অনুসরণ করেন তাহলে এসএসসি পরীক্ষাতে A+ অর্জন করতে পারবেন।

পেজ সূচিপত্র : ২০২৬

 সালের এসএসসি পরীক্ষার সাজেশন দেখুন (গ্যারান্টি সহ A+)

       ভূমিকা        

প্রতিটি এসএসসি শিক্ষার্থী পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে লক্ষ্য করে দেখুন ক্লাসে যে টাকা থাকে সে কিন্তু প্রতি বছরের পরীক্ষাতে এ প্লাস অর্জন করে এর কারণ কি? কারণ হলো সে নিয়ম মেনে পড়াশোনা করে নিয়ম মেনে সাজেশন অনুযায়ী পড়াশোনা করলে পরীক্ষাতে গ্যারান্টি সহ এ প্লাস পাওয়া যায় আপনারা যদি এই নিয়মটি অনুসরণ করেন তাহলে গ্যারান্টি দিচ্ছি আপনি পরীক্ষাটি এ প্লাস অর্জন করতে পারবেন। 

প্রতিটি বাবা-মা সান্তনা থেকে একটি মাত্রই আশা করেন তাহলে পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করা। বাবা তা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন শুধুমাত্র সন্তানের মুখে হাসি দেখার জন্য এবং সন্তানের উচিত বাবার মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করে ভালো পড়াশোনা করে পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করা। ভালো ফলাফল অর্জন করার জন্য নিজের এই উপায় গুলো অনুসরণ করুন।

A+পাওয়ার গোপন টিপস ssc 

A+পাওয়ার গোপন টিপস হল নিয়মিত পড়াশোনা করতে হবে এবং পড়া শেষে সেই পড়াটি না দেখে বলার চেষ্টা করতে হবে। আমরা অনেকেই একটি পড়া শেষে আরেকটি বই নিয়ে পড়া শুরু করি এরপরে আগে কি বললাম সে পড়াটি মাথা থেকে আউট হয়ে যায় না পড়াশোনা করলেও পরীক্ষা দেয় মনে করে পড়া লিখতে পারিনা এই জন্য যে কোন পড়া শেষে পড়াটি না দেখে বলার চেষ্টা করতে হবে এবং খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। এতে পড়াতে দীর্ঘদিন ব্রেনে সংরক্ষণ থাকবে। 

আর অতিরিক্ত পড়ার চিন্তা করা যাবে না যে কোন পড়া বেশি পড়তে হবে। কিছুই বুঝলেন না তাই তো? অতিরিক্ত পড়া অর্থাৎ যেমন মনে করুন আপনার বইয়ের ১৫ টি অধ্যায় রয়েছে এক্ষেত্রে 15 টি অধ্যায়ের পিছে ও সময় নষ্ট করা বেকার কারণ পরীক্ষাতে 15 টি অধ্যায় থেকে প্রশ্ন হবে না। পরীক্ষাতে সর্বোচ্চ পাঁচটি অথবা ছয়টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে সে ক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

আপনি যদি জেনে যান যে কোন ছয়টি অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন ছয়টি অধ্যায় থেকে শিক্ষক প্রশ্ন করবে এবং সেই অধ্যায় গুলো বেশি বেশি পড়তে হবে যেন একটি প্রশ্নও বাদ না পরে। এই নিয়মটি মেনে পড়াশোনা করলে পরীক্ষাতে অল্প করে ভালো ফলাফল অর্জন করতে পারবেন আর যে পড়াটি একবার পড়া রয়েছে সে পড়াটি বারবার করতে কোন অসুবিধা হয় না কিন্তু নতুন পড়া বারবার পড়তে এবং বুঝতে একটু অসুবিধা হয় এই জন্য প্রথমে আপনাকে জানতে হবে কোন অধ্যায় গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং শিক্ষক কোন অধ্যায় থেকে প্রশ্ন করতে পারে?

A+ পাওয়ার উপায়

  • A+পাওয়ার উপায় হলো বেশি বেশি সাজেশন পড়তে হবে।
  • যেকোনো পড়া বারবার রিভাইজ দিতে হবে।
  • পড়া শেষে না দেখে লিখার চেষ্টা করতে হবে।
  • একটি সাবজেক্ট পড়া শেষে বিশ্রাম নিতে হবে একটি পড়া শেষে আরেকটি পড়া শুরু করা যাবে না এতে আগের পড়াগুলো ভুলে যাবেন। 
  • পড়া শেষে অবশ্যই সহপাঠীদের মাধ্যমে সে পড়াটি চর্চা করতে হবে। 
  • নিয়মিত দিনে ৬ থেকে ৭ ঘন্টা পড়াশোনা করতে হবে।
  • প্রতিদিনের পড়া প্রতিদিন সম্পন্ন করতে হবে কোন পড়া কালকে পর্ব কিংবা অন্য একদিন পড়ব এমন ভাবনা দূর করতে হবে।।
  • সাজেশন অনুসারে পড়তে হবে। 
  • পড়ার সময় হাতে একটি কালার পেন এবং খাতা রাখতে হবে। যেই পড়াটি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সে অংশটি কে খাতায় লিখে রাখতে হবে এবং বইয়ে মার্ক করে রাখতে হবে।
লক্ষ্য করে দেখবেন প্রতিটি ক্লাস টপার এর কাছে এমন একটি খাতা থাকে যে খাতাতে সমস্ত গুরুত্বপূর্ণ অংশগুলো লিখা থাকে। ফলে খাতাটি এক নজরে দেখলে পরীক্ষার সমস্ত প্রিপারেশন তৈরি হয়ে যাবে।

উপরের এই কয়েকটি নিয়ম অনুসরণ করলে খুব সহজে পরীক্ষা A+অর্জন করা যায়। আমরা অনেকে মনে করি পরীক্ষাতে এ প্লাস অর্জন করা প্রায় অসম্ভব মানে কঠিন কিন্তু এই ধারণাগুলো ভুল একটু নিয়ম মেনে চললে অল্প পড়েও পরীক্ষা দে ভালো ফলাফল অর্জন করা যায়।  বেশিরভাগ শিক্ষার্থীরাই ভুল নেমে পড়াশোনা করে।

যার ফলে পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে পারে না। কিন্তু আপনি যদি এই কয়েকটি টিপস অনুসরণ করেন তাহলে গ্যারান্টি সহ পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে পারবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন A+ পাওয়ার উপায় গুলো কি এবার চলুন আমরা দেখে আসি ২০২৬ সালের এসএসসি ইংরেজি সাজেশন। 

২০২৬ সালের এসএসসি ইংরেজি সাজেশন

আপনি কি ২০২৬ সালের এসএসসি শিক্ষার্থী পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে চান তাই ইংরেজি সাজেশন খুঁজছেন? তাহলে আপনার খোঁজাখুঁজি এখানেই শেষ হচ্ছে কারণ আজকের এই আর্টিকেলে আমরা ২০২৬  সালের এসএসসি সাজেশন শেয়ার করব। গ্যারান্টি সহ এই সাজেশন অনুসারে পড়লে পরীক্ষাতে এ প্লাস অর্জন করতে পারবেন। ২০২৬ সালে কোন লেটার প্যারাগ্রাফ এবং ইমেইল গুলো আসতে পারে সে বিষয়গুলো সম্পর্কে আজকে শেয়ার করব। 

A+পাওয়ার প্রথম শর্ত হলো সাজেশন করতে হবে। কারণ অতিরিক্ত পড়ার চেয়ে উত্তম ভাবে অল্প পরে পরীক্ষাতে এ প্লাস অর্জন করা। পরীক্ষাতে ২ শ্রেণীর শিক্ষার্থী থাকেন যারা অতিরিক্ত পড়েও পরীক্ষা দে ভালো ফলাফল অর্ডার করতে পারেন না আর একটি শ্রেনী হলো অল্প পরে পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করেন এখন আপনি কোনটা চান? 

আপনি যদি অতিরিক্ত করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য নয় আর আপনি যদি অল্প পড়েও পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। যারা অল্প পরেই পরীক্ষাতে ভালো ফলাফল পেতে চাচ্ছেন তারা প্রচুর সাজেশন এবং বোর্ড কোশ্চেন পড়ুন। সাজেশন এবং বোর্ড কোয়েশ্চেন পেলে অল্প করেও পরীক্ষাতে ভালো ফলাফল পাওয়া যায়। বোর্ড কোয়েশ্চেন এর জন্য একটি প্রশ্ন ব্যাংক বই কিনে নিতে হবে আর নিচে দেখে নিন ইংরেজি সাজেশন শেয়ার করা রয়েছে। 

Ssc seen passage suggestion 1st paper 2026

  • 21 February is a memorable day 
  • 21 February has been observed 
  • Can you think of a classroom
  • 21 march historical speech
  • Humans can neither change
  • Heritage is what we inherit
এই সিন মেসেজগুলো খুব গুরুত্বপূর্ণ। মাত্র এই ছয়টি সিম প্যাকেজ মুখস্ত করলে সিন পেসেজ কমন পাবেন। কারণ এই ছয়টি সিন প্যাসেজ থেকে এসএসসি পরীক্ষায় কোয়েশ্চেন করা হবে। তাই দেরি না করে ঝটপট এই ছয়টি সিন প্যাসেজ মুখস্ত করে ফেলুন।  এসএসসি ইংরেজি প্রথম পত্রে কোন কোন সিন প্যাসেজ গুলো আসতে পারে আমরা আলোচনা করলাম এবার চলুন আমরা দেখে আসি  ssc paragraph suggestion 2026

Ssc paragraph suggestion 2026

প্যারাগ্রাফ মুখস্ত করতে খুব ঝামেলা মনে হয় তাই না? আর পরীক্ষাতে তো একটি প্যারাগ্রাফ আসবে পরীক্ষার জন্য ১০ থেকে ১২ টা প্যারাগ্রাফ মুখস্ত করে রাখতে হয় কি প্রয়োজন এতগুলো প্যারাগ্রাফ মুখস্ত করার? যেহেতু একটা প্যারাগ্রাফ পরীক্ষা তা লিখতে হবে সে ক্ষেত্রে ৩-৪ টি প্যারাগ্রাফ মুখস্ত করে যথেষ্ট তাই না? 

এসএসসি ২০২৬ সালে কোন প্যারাগ্রাফটি আসতে পারে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এসেছে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ কয়েকটি নিচে শেয়ার করেছি এই প্যারাগ্রাফ গুলো মুখস্থ করলে আর অন্য কোন প্যারাগ্রাফ মুখস্ত করার প্রয়োজন নেই কারণ এই পাঁচটি প্যারাগ্রাফ থেকেই পরীক্ষাতে আসবে।
  • The padma bridge 
  • Traffic Jam
  • A winter Morning 
  • Social network service 
  • A life of farmer 
ওপরের এই পাঁচটি প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলেও traffic Jam এবং A Winter Morning। এই দুইটি প্যারাগ্রাফ এর মত যে কোন একটি প্যারাগ্রাফ আসতে পারে অথবা the padma bridge অথবা Social network service আসতে পারে। উপরের এই প্যারাগ্রাফ গুলোর মধ্যে a life of farmer এই প্যারাগ্রাফটি আসার সম্ভাবনা খুবই কম এবং a winter morning প্যারাগ্রাফ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 

আরো কিছু প্যারাগ্রাফ রয়েছে যেগুলো পরীক্ষাতে আসতে পারি যেমন, 
  • The life of a rickshaw puller 
  • Covid 19
  • locked down 
  • Sylhet food
  • Road accident 
  • Global Warming 
  • First day in school 
  • A great historical place 
ওপরের এই প্যারাগ্রাফগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা করছি আপনি বুঝতে পেরেছেন পরীক্ষাতে কোন প্যারাগ্রাফ গুলো আসতে পারে। ssc পরীক্ষাতে আসার জন্য উপরের এই প্যারাগ্রাফ গুলো খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন তারা উপরের এ প্যারাগ্রাফ গুলো মুখস্ত করে রাখুন। এবার চলুন আমরা দেখে আসি ২০২৬ সালের এসএসসি বাংলা সাজেশন। 

২০২৬ সালের এসএসসি বাংলা সাজেশন 

অনেক শিক্ষার্থী বাংলা সাবজেক্ট থেকে অনেক বেশি সহজ মনে করে কিন্তু এ ধারণাটি সবচেয়ে ভুল কারণ অন্যান্য সাবজেক্টে তুলনায় বাংলা সাবজেক্ট সবচেয়ে কঠিন এবং বাংলা সাবজেক্টে এ প্লাস অর্জন করা প্রায় মুশকিল হয়ে পড়ে। তাই বাংলা সাবজেক্টে বেশি গুরুত্ব আরোপ করতে হবে এবং এসএসসি পরীক্ষার্থীদেরকে নিচের এই সাজেশন গুলো দেখে নিতে হবে। নিচের এই সাজেশন অনুসারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রশ্ন হবে।

বাংলা প্রথম পত্রের সমস্ত অধ্যায়
  • শুভা 
  • বই পড়া
  • পল্লিসাহিত্ব
  • আম আটির ভেঁপু
  • মানুষ মুহাম্মদ (স)
  • নিমগাছ
  • উপেক্ষিত শক্তির উদ্বোধন 
  • একাত্তরের দিন গুলো
সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার
  • শুভা***
  • বই পড়া**
  • আম আঁটির ভেঁপু**
  • নিমগাছ***
  • একাত্তরের দিন গুলো***
এই পাঁচটি চ্যাপ্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আপনারা নিশ্চয়ই থাকুন যে স্বভাব এই গল্প থেকে অবশ্যই দুইটি প্রশ্ন অথবা একটি প্রশ্ন কমন আসবে। বই পড়া সম্পর্কে পরীক্ষা দিয়ে একটি সৃজনশীল প্রশ্ন পেয়ে যাবেন পাশাপাশি নিম গাছ এবং একাত্তরের দিনগুলো এই দুটি চ্যাপ্টার থেকে নিঃসন্দেহে ৩/৪ সৃজনশীল প্রগ্ন পেয়ে যাবেন। 

তাই এই ৫টি চ্যাপ্টার খুব গুরুত্বসহ পড়তে হবে। নিম গাছ থেকে একটি অথবা দুটি সৃজনশীল আসবে পাশাপাশি আমাকে পত্র থেকে দূরে এবং বই পড়া এই অধ্যায় থেকে একটি অথবা দুইটি সৃজনশীল পরীক্ষাতে আসবো। ২০২৬ সালের এসএসসি পরীক্ষাতে শুভা গল্প থেকে অবশ্যই একটি অথবা দুইটি প্রশ্ন আসবে। 

প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আপনারা যদি উপরের এ পাঁচটি চ্যাপ্টারের অতি গুরুত্বসহ পড়েন তাহলে আশা করছি আর অন্য কোন চ্যাপ্টার পড়ার প্রয়োজন হবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ২০২৪ সালের এসএসসি বাংলা সাজেশন  সম্পর্কে। এবার চলুন আমরা দেখে আসি ssc তে গোল্ডেন পাওয়ার নিয়ম গুলো কি।

Ssc তে গোল্ডেন পাওয়ার নিয়ম 

Ssc তে গোল্ডেন পেতে চান? এসএসসি এক্সামে গোল্ডেন পাব কঠিন কোন বিষয় নাই আপনি যদি একটু নিচে নিয়ম গুলো মেনে চলেন এবং সাজেশন অনুসারে পড়েন তাহলে আশা করছি খুব সহজে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জন করতে পারবেন। পরীক্ষাতে এ প্লাস কিংবা গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য শুধুমাত্র সাজেশন পড়তে হবে, বোর্ড প্রশ্ন পড়তে হবে এবং একটু নিয়ম মেনে করতে হবে যেন পড়াগুলো মনে থাকে।

কারণ বেশিরভাগ স্টুডেন্ট এখানে ভুল করে তারা একটি পরাচ্ছে আর একটি পড়া শুরু করে এবং এতে আগে কি পড়েছে সে পড়াগুলো আর মনে থাকে না যার ফলে শুধুমাত্র সময় নষ্ট হয় এতে কোন পড়া হয় না। এজন্য যেকোনো পড়া শেষে পড়াটি না দেখে বলার চেষ্টা করতে হবে এবং খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে পাশে একজন সহপাঠী থাকলে তার কাছে পড়া গুলো জমা দিতে হবে এতে পড়াটি দীর্ঘসময় সময় পর্যন্ত মনে থাকবে এবং অন্য পড়ার দিকে আগানো যাবে। 
  • পড়া শেষে লিখতে হবে। লিখে প্র্যাকটিস করতে হবে না দেখে লিখার অভ্যাস করতে হবে এতে লেখা সুন্দর হবে লিখার স্পিড ফাস্ট হবে এবং পড়া মনে থাকবে। 
  • প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ কালার পেন এর সাহায্যে বইয়ে মার্ক করতে হবে বই নষ্ট হবে এটি ভাবা যাবে না।
  • বেশি বেশি সাজেশন বই পড়তে হবে। শর্ট সিলেবাস পড়তে হবে। 
  • পড়া শেষে গুরুত্বপূর্ণ অংশ খাতায় লিখে রাখতে হবে 
  • বোর্ড প্রশ্ন পড়তে হবে।
  • যত বেশি পড়তে প্রশ্ন পড়বেন পরীক্ষার প্রিপারেশন তত ভালো হবে।

আপনি যদি ভালো প্রিপারেশন নিতে চান তাহলে বেশি বেশি সাজেশন করতে হবে আর সাজেশন পেতে অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন কোন সাবজেক্টের উপর সাজেশন পেতে চান। আজকের এই আর্টিকেলে আমরা বাংলা এবং ইংরেজি সাজেশন শেয়ার করলাম। গ্যারান্টি সহ উপরের এ সাজেশন গুলো থেকে পরীক্ষাতে ১০০% কমন পাবেন। তাই গুরুত্ব সহ সাজেশন গুলো বইয়ে মার্ক করে রাখুন। 

পাঠকদের কিছু প্রশ্ন 

২০২৬ সালের এসএসসি পরীক্ষা কবে হবে? 

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। জানুয়ারি মাসের শেষে এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করবে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অতএব এসএসসি শিক্ষার্থীদের হাতে রয়েছে শুধুমাত্র আর তিন থেকে চার মাস। তাই এই চার মাস গুরুত্বসহ পড়তে হবে এবং উপরে সাজেশন গুলো অনুসরণ করতে হবে।

পড়া মনে রাখার টিপস কি? 

অনেকে জিজ্ঞাসা করেন যে পরা মনে রাখার টিপস কি?  আজকে কি পড়েছি কালকে আর সেই পড়াটি মনে থাকে না এর কারণ কি? এর কারণ হলো আপনারা সঠিক নিয়মে পড়েন না। পড়াশোনা করলে সে পড়া অবশ্যই মনে থাকবে সঠিক করার সঠিক নিয়ম হল যে কোন একটি পড়া শেষে পড়াটি না দেখে বলার চেষ্টা করতে হবে এবং খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে আপনি খাতায় না দেখে লিখতে পারছেন না কি যাচাই করতে হবে।

লেখকের শেষ কথা 

প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা দেখলাম এসএসসি পরীক্ষা সাজেশন গুলো ২০২৬ এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকের এই আর্টিকেলে আমরা কিছু সাজেশন শেয়ার করলাম। পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করার জন্য ছাত্রী গুরুত্বপূর্ণ একটি টিপস হল বেশি বেশি সাজেশন করতে হবে কারণ সাজেশন থেকে শতভাগ কমন পাওয়া যায়। 

পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করা খুব সহজ আপনি যদি বেশি সাজেশন পড়েন এবং ওপরে নিয়মগুলো মেনে চলেন অনেকে জিজ্ঞাসা করেন অল্প করে কিভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করা যায় অল্প পরে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করার জন্য সাজেশন করতে হবে বোর্ড প্রশ্ন করতে হবে এবং একটু নিয়ম মেনে করতে হবে কারণ বেশিরভাগ শিক্ষার্থী ভুল নিয়মে পড়াশোনা করেন। 

যেমন একটি বই পড়ে আবার একটু পর আর একটি বই পড়তে শুরু করেন এতে আগে কি পড়েছে সে পড়া গুলো ব্রেন থেকে আউট হয়ে যায় যার ফলে শুধুমাত্র সময়ের অপচয় হয়। যেকোনো পড়া শেষে সেই পড়াটি খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে না দেখে বলার চেষ্টা করতে হবে এতে পড়াটি ব্রেইনে থাকবে।। একটি বই শেষে সরাসরি আরেকটি বই বের করা যাবে না পড়ার পর একটু বিশ্রাম নিতে হবে। 

একটানা তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করলে একঘেয়েমি কাজ করবে এজন্য পড়ার মাঝে বিরতি নিতে হবে এতে পড়ার প্রতি মনোযোগ থাকবে এবং একঘেয়েমি আসবেনা। যেকোনো পড়া শেষে খাতায় লিখে নোট করতে হবে এবং একটি কালার পেন এর সাহায্যে বইয়ের গুরুত্বপূর্ণ অংশগুলোকে মার্ক করতে হবে। আর ভালো ফলাফল অর্জন করার জন্য সাজেশন পড়তে হবে এবং বোর্ড প্রশ্ন করতে হবে শুধুমাত্র এই কয়েকটি নিয়ম মেনে চললেই গ্যারান্টি সহ পরীক্ষাতে আপনার এ প্লাস আসবেই।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বাংলা আইটিটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url