সেরা পিকচার এডিট করার সফটওয়্যার ৮ টি দেখুন
আপনি কি পিকচার এডিট করার সফটওয়্যার হচ্ছেন তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন এই আর্টিকেলে আমরা সেরা পিকচার এডিট করার সফটওয়্যার ৮টি নিয়ে আলোচনা করব এই আর্টিকেলে আপনি ফটো এডিটিং সম্পর্কে সবকিছু বিস্তারিত জানতে পারবেন মোবাইল দিয়ে কিভাবে পিক এডিট করা হয় সেই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে।
আপনি যদি আপনার পিকচার কে মাত্র কয়েক মিনিটের মধ্যে অনেক বেশি আকর্ষণীয় এবং এইচডি ভাবে এডিটিং করতে চান তাহলে নিচের এই অ্যাপস গুলো ডাউনলোড করুন। চলুন আমরা ঝটপট দেখে আসি সেরা পিকচার এডিট করার সফটওয়্যার ৮টি ছবি এডিট করার সফটওয়্যার।
সেরা পিকচার এডিট করার সফটওয়্যার ৮ টি
আপনি কি আপনার পিকচার কি মাত্র কয়েক মিনিটের মধ্যেই এডিট করতে চাচ্ছেন?? এডিটিং হলেও খুবই সৃজনশীল একটি প্রক্রিয়া। বর্তমান সময়ে বাংলাদেশে প্রতিকে এখন এডিটিং সম্পর্কে খুব বেশি আগ্রহী হয়ে উঠছে ফটো এডিটিং এ্যাডশপ ফটো শপ লাইটরুম এই সকল অ্যাপসগুলো ব্যবহার করে একটি ফটোকে সুন্দরভাবে এডিট করা হয়।
আপনি যদি এডিটিং সম্পর্কে খুব বেশি না জেনে থাকেন তাহলে কোন অ্যাপটি আপনার জন্য ভালো হবে আর যদি আপনি একজন প্রফেশনাল এডিটর হয়ে থাকেন তাহলে আপনি কোন কোন অ্যাপ গুলো ব্যবহার করে একটি ছবির সৌন্দর্য তাকে ফুটিয়ে তুলবেন সেই সকল বিষয় নিয়ে আর্টিকেলে আলোচনা করা হবে।
আজকের এই আর্টিকেলে দুই ধরনের অ্যাপ অথবা সফটওয়্যার দিয়ে আলোচনা করব যেখানে আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনার পিকচার কে এডিট করতে পারবেন আর একদিকে আপনি চাইলে একটি সফটওয়্যার এর সাহায্যে আপনার মনের মত করে সম্পূর্ণ ইউনিকভাবে এডিটিং করতে পারবেন।
এখন ফেসবুকে বেশিরভাগ ছেলেমেয়েরা ইডিট করা পিকচার ব্যবহার করতে খুব ভালোবাসে এডিটিং এর মাধ্যমে ছবিগুলোকে আরো আকর্ষণীয় করে তোলা হয় এবং ছবিগুলো থেকে অপ্রয়োজনীয় বস্তুগুলোকে সরিয়ে দেওয়া হয় ছবিকে আরো সুন্দর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা হয়। এডিটিং এর মাধ্যমে একটি সাধারণ ছবিকে অসাধারণ ভাবে তৈরি করা যায়।
বিশেষ করে আপনি যদি TIKTOK সেলিব্রেটি হতে চান অথবা টিকটক এ জনপ্রিয় হয়ে উঠতে চান তাহলে আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে। ভিডিও এডিটিং এ খুব ভালো দক্ষ হয়ে উঠলে TIKTOK এ অতি দ্রুত জনপ্রিয়তার ছড়িয়ে ফেলতে পারবেন এডিটিং এর মাধ্যমে ছবির এবং পিরিয়ড গুণগত মান বৃদ্ধি করা যায়। নিচে দেখুন এডিটিং করার জন্য দুর্দান্ত সফটওয়্যার এর তালিকা দেওয়া হল আপনারা এই সফটওয়্যার থেকে পিকচার এডিট করতে পারবেন।
- লাইট রুম (lightroom)
- ফটোশপ ( Photoshop)
- স্ন্যাপসিড (Snapseed)
- পিক্স আর্ট (Pics Art)
- রেমিনি ( Remini)
- এপিক এ আই ( EPIK AI)
- লেন্স ফটো এডিটর (lensa photo editor)
- ফটো এডিটর পলিশ (photo editor polish)
এই সফটওয়্যার গুলো ব্যবহার করে যে কোন সাধারণ ছবিকে আপনারা অসাধারণ ভাবে তৈরি করতে পারবেন প্রফেশনাল বড় বড় এডিটরাও এই সফটওয়্যার গুলো ব্যবহার করে আসুন আমরা দেখে নেই কিভাবে আপনারা এই সফটওয়্যার গুলো ব্যবহার করবেন আর এই সফটওয়্যার গুলোতে কি কি সুবিধা রয়েছে।
লাইট রুম থেকে প্রফেশনাল ইডিটরদের মত এডিট করুন
যারা বড় বড় প্রফেশনাল এডিটর রয়েছে তারা এই লাইটরুম অ্যাপ ব্যবহার করেই মূলত মোবাইল থেকে পিকচার এডিট করে। যারা মোবাইল দিয়ে পিকচার এডিট করতে চাচ্ছেন তাদের জন্য লাইট রুম হবে সবচেয়ে সেরা একটি সফটওয়ার এই সফটওয়্যার থেকে আপনারা পিকচার কে সফট করতে পারবেন এর মত ক্লিয়ার স্পষ্টভাবে এডিট করতে পারবেন।
যে কোন সাধারণ পিকচারকে আরো অসাধারণভাবে তৈরি করতে নাইটরুম ব্যবহার করতে হবে লাইটিং এর মাধ্যমে খুব সহজেই যে কোন পিকচার কিংবা ভিডিওর পরিবর্তন করতে পারবেন আরো আকর্ষণীয় রং দিয়ে পিকচারের সৌন্দর্যতাকে ফুটিয়ে তুলতে পারবেন। মোবাইল দিয়ে পিকচার এডিট করার সবচেয়ে সেরা সফটওয়্যার হচ্ছে লাইটরুম।
ফটোশপ থেকে যেকোনো পিক এডিট করুন
যারা পিসি ব্যবহার করেন কিংবা ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য পিকচার এডিট করার সবচেয়ে সেরা একটা সফটওয়্যার আপনারা এডিট করতে পারবেন যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য ফটোশপ হবে সবচেয়ে ভালো একটি সফটওয়্যার এ সফটওয়্যার থেকে আপনারা যে কোন পিকচার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।
আরোও পড়ুন: HSC এবং অনার্সে সকল বিভাগের সাবজেক্ট এর তালিকা
করে সব হলো বিশ্বের সবচেয়ে সেরা এবং জনপ্রিয় একটি এডিটিং সফটওয়্যার এখানে খুব সহজেই যে কোন ছবির রং উজ্জ্বলতাকে বৃদ্ধি কিংবা নিয়ন্ত্রণ করতে পারবেন বিভিন্ন টুল ব্যবহার করে পিকচার থেকে কিংবা ব্রণ সরাতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ফটোশপে রয়েছে ভিন্ন ভিন্ন ফিল্টার এবং ইফেক্ট ও ফিল্টার গুলো ব্যবহার করে সৌন্দর্যতা বৃদ্ধি করতে পারবেন।
এছাড়াও ফটোশপে ভিন্ন ভিন্ন লেয়ার সিস্টেম রয়েছে এখানে আপনারা লেয়ার যুক্ত করার মাধ্যমে যে কোন সাধারণ ছবিকে আরও অসাধারণ ভাবে তৈরি করতে পারবেন প্রফেশনাল লেভেলের লোগো ব্যানার টি শার্ট ডিজাইন বুক কভার ডিজাইন তৈরি করতে ফটোশপ ব্যবহার করতে পারবেন।
নামিদামি গ্রাফিক্স ডিজাইন এটা এই ফটো সব ব্যবহার করে লোগো ডিজাইন তৈরি করে টি শার্ট ডিজাইন তৈরি করে মো কাপ তৈরি করে। অতএব শুধুমাত্র এটি এডিটিং সফটওয়্যার নাই বরং ফটোশপ হলো ইনকামের একটি পথ। প্রফেশনাল লেভেলের ব্যানার পোস্টার ডিজাইন তৈরি করার জন্য ফটোশপ হবে সবচেয়ে সেরা একটি ইডিটিং সফটওয়্যার।
স্ন্যাপসিড থেকে যে কোন পিকচার এডিট করুন মাত্র কয়েক মিনিটে
যারা অল্প সময়ের মধ্যে যেগুলো পিকচার কে সুন্দরভাবে এডিট করতে চাচ্ছেন তাদের জন্য স্ন্যাপসিড খুবই উপকারী এটি এডিটিং সফটওয়্যার এখানে আপনি খুব সহজে যে কোন পিকচারে ফেসকে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করতে পারবেন এখানে ভিন্ন ভিন্ন টুল পেয়ে যাবেন এই টুলগুলো ব্যবহার করে আপনারা কালার রেটিং নিয়ন্ত্রণ করতে পারবেন কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারবেন।
পিকচার কে আরো বেশি স্মুথ করতে পারবেন perspective চুলের সাহায্যে ছবি দৃষ্টিকোণ কে পরিবর্তন করতে পারবেন ব্রাশ দিয়ে নিজের হাতে নির্দিষ্ট জায়গা এডিট করতে পারবেন গ্ল্যামার ব্লু এর মাধ্যমে ছবির গুলো বৃদ্ধি করতে পারবেন। যারা প্রফেশনাল ভাবে ফটো এডিট করে তারা কিন্তু যে কোন একটি অ্যাপস এর সাহায্যে এডিট করেনা বরং ভিন্ন ভিন্ন অ্যাপসের সাহায্য নেয়।
যেমন প্রথমে স্ন্যাপসিড থেকে পিকচার কে সুন্দরভাবে এডিটিং করে তারপর সেই পিকচারকে PicsArt থেকে এডিট করে তারপর সর্বশেষ Remini এর সাহায্যে ক্লিয়ার করে। অতএব আপনি যদি প্রফেশনাল এডিটর হতে চান তাহলে আপনাকে ভিন্ন ভিন্ন অ্যাপ ডাউনলোড করতে হবে শুধুমাত্র একটি অ্যাপস এর সাহায্যে এডিটিং পারফেক্ট হয় না।
পিক্স আর্ট থেকে যেকোনো ফটো এডিট করুন
আপনারা অনেকেই নিশ্চয়ই এই সফটওয়্যারটির সাথে পরিচিত রয়েছেন।পিক্স আর্ট হলো একটি জনপ্রিয় এডিটিং সফটওয়্যার। আপনারা অনেকেই হয়তো এই সফটওয়্যারটি ব্যবহার করেন এটি হল একটি বহুমুখী মোবাইল অ্যাপ যেখানে আপনি ছবি এবং ভিডিও উভয় এডিটিং করতে পারবেন।
পিক্স আর্ট থেকে প্রফেশনাল লেভেলের এডিটিং করতে পারবেন এখানে আপনি ছবি কাটিং করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন প্রয়োজনের ছবি যুক্ত করতে পারবেন। ওভালে অপশন এ ক্লিক করে গ্যালারি থেকে ছবি নিয়ে পিকচারে ব্যবহার করতে পারবেন পিকচারে ফিল্টার ব্যবহার করতে পারবেন।
পিক্স আর্ট এ সবচেয়ে ভাল ফিল্টার এবং ইফেক্ট পাওয়া যায় এটি একটি অ্যান্ড্রয়েড আইফোন এবং ওয়েব ভার্সন সফটওয়্যার এখানে আপনি বিভিন্ন রং গ্রাডিয়েন্ট প্যাটার্ন দিয়ে ছবির সৌন্দর্যতাকে বৃদ্ধি করতে পারবেন সাথে আপনি এই সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন পিকচার একসাথে যুক্ত করে কলেজ ফটো তৈরি করতে পারবেন।
এছাড়াও এখন পিক্স আর্ট এ রয়েছে এ আই এর সুযোগ আপনারা এআই ব্যবহার করে যে কোন পিকচারকে পরিবর্তন করতে পারবেন পিকচার থেকে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে দিতে পারবেন এখানে আরো রয়েছে এইচডি ফিল্টার অর্থাৎ এ ক্লিক করে আপনারা ইনস্ট্যান্ট আপনাদের ফটোকে এইচডি ভার্সনে রুপান্তরিত করতে পারবেন।
আরোও পড়ুন: নন বিকাশ নাম্বারে টাকা চলে গেলে ফেরত পেতে করণীয়
অতএব এডিটিং এর জন্য সবচেয়ে সেরা এপস হল পিক্স আর্ট । যারা এডিটিং সম্পর্কে কিছুই জানেন না আজ থেকে এডিটিং শুরু করতে চাচ্ছেন তারাও চাইলে এই অ্যাপস অথবা সফটওয়্যার ব্যবহার করে যে কোন ফটোকে এডিট করতে পারবেন। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন পিকচার এডিট করার সেরা সফটওয়্যার সম্পর্কে।
রেমিনি দিয়ে যেগুলো পিকচার ২ মিনিটে এডিট
আপনারা অনেকেই নিশ্চয়ই রেমিনি এই নামটি শুনেছেন। এটি হলো এডিটিং জগতের মহারাজা বললেই চলে এই অ্যাপ ছাড়া এডিটিং অসম্পূর্ণ রয়ে যায় অর্থাৎ এই অ্যাপস ব্যবহার করতেই হবে এই অ্যাপ ব্যবহার করে আপনারা মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার ফটোকে সম্পূর্ণ রংচঙে ক্লিয়ার এবং স্পষ্ট করে তুলতে পারবেন।
যেকোনো সাধারণ পিকচার কি আপনারা কোন রকম ইডিট করা ছাড়াই শুধুমাত্র রেমিনি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার ছবিকে এইচডি এডিটিং ফটোতে রূপান্তরিত করতে পারবেন। যারা এডিটিং সম্পর্কে কিছুই জানেন না তারাও এই সফটওয়্যার ব্যবহার করে আপনার ফটোকে এডিট করতে পারবেন।
রেমিনি যেকোনো পিকচার খেলোর রেজুলেশন থেকে হায়রেজুলেশনের রূপান্তর করতে সাহায্য করে এই সফটওয়্যার ব্যবহার করে যে কোন ব্লার ছবিকে মাত্র এক তারিখে আপনি পরিষ্কার এবং স্পষ্ট করতে পারবেন এছাড়াও পুরনো দিনের ছবিগুলো কেউ আপনি এই সফটওয়্যার এর সাহায্যে নতুন আধুনিক ছবিতে রূপান্তরিত করতে পারবেন।
এপিক এ আই দিয়ে ফটো এডিটিং ২০২৫
২০২৫ সালের সবচেয়ে সেরা ফটো এডিটিং সফটওয়্যার হল এপিক এ আই। এই সফটওয়্যার ব্যবহার করে যে কোন ছবিকে এআই পোর্ট্রেট টুল দিয়ে প্রফেশনাল লুক আনা যায় এই সফটওয়্যারটি মোবাইলে প্রিমিয়াম লেভেলের এডিট করতে সাহায্য করবে আপনারা যারা নতুন নতুন এডিট করছেন তারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
এপিক এ আই ব্যবহার করে যে কোন ছবিতে ফেস রিসেট করতে পারবেন স্কিনকে আরো স্মোক করতে পারবেন স্কিন টোন পরিবর্তন করতে পারবেন ছবির কনট্রাস্ট বাড়াতে কমাতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন অথবা ব্যাকগ্রাউন্ড অটো রিপ্লেস করতে পারবেন ওল্ড ফটোকে নতুন ভাবে দুর্দান্তভাবে সাজিয়ে তুলতে সাহায্য করবে এপিক এ আই EPIK AI।
লেন্স ফটো এডিটর (lensa photo editor) দিয়ে এডিট করুন
বর্তমান সময়ে এআই দিয়ে ছবি এডিট করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি ফটো এডিটর অ্যাপ হচ্ছে lensa photo editor। আপনারা অনেকেই এপ্লিকেশনকে সফটওয়্যার বলে চিনেন। মোবাইলের মাধ্যমে যেকোনো ছবি এডিট করার জন্য lensa photo editor সবচেয়ে ভালো হবে।
এখানে আপনি আই ইনহান্সার ব্যবহার করতে পারবেন, স্কিন লেটাচিং করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এই আইডি দিয়ে পোর্ট্রেট করতে পারবেন টিথিনিং টুল ব্যবহার করতে পারবেন, হেয়ার ফিক্স টুল ব্যবহার করতে পারবেন।
এই একটি সফটওয়্যার দিয়ে আপনি একটি সাধারণ ছবিটা অসাধারণ ভাবে এডিট করতে পারবেন সাথেই রয়েছে এ আই পোর্ট্রেট টুল। AI portrait tool ব্যবহার করে যে কোন পুরনো ছবিকে ব্লার হওয়া ছবিকে আপনারা স্পষ্ট ক্লিয়ার এবং দুর্দান্তভাবে এডিট করতে পারবেন। এখন আর রে মিনি ব্যবহার করার কোন প্রয়োজন নেই।
শুধুমাত্র এই lensa photo editor ব্যবহার করেই যেকোনো পিকচারকে অসাধারণ ভাবে এডিট করতে পারবেন সাথেই এই সফটওয়্যারে আপনি পেয়ে যাচ্ছেন এই আই প্রিসেট অটো ইনহান্স মেকাপ ফিল্টার থ্রিডি ফেস রেন্ডারিং এইচডি আর এডিটিং এবং হাই রেজুলেশন এক্সপোর্ট সিস্টেম।
যেকোনো ছবিকে অত্যাধুনিক অসাধারণভাবে এডিট করার পরে আপনি হাইড্রেজুলেশন এক্সপর্ট দিয়ে ছবি সেভ করতে পারবেন এতে ছবির পিক্সেল অক্ষুন্ন থাকবে এবং পিকচার অনেক বেশি ক্লিয়ার ও দুর্দান্ত লাগবে।
ফটো এডিটর পলিশ (photo editor polish) দিয়ে ফটো এডিটিং
আপনি কি মাত্র দুই মিনিটের ফটো ইডিট করা যায় এমন সফটওয়্যার খুজছেন?? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন সফটওয়্যার ইডিট করার জন্য সবচেয়ে সেরা একটি মোবাইল অ্যাপ্স হলো photo editor polish। যারা এডিটিং সম্পর্কে কিছুই জানেন না আর অল্প সময়ের মধ্যে পিকচার কে এডিট করতে চাচ্ছেন তাদের জন্য এই সফটওয়্যারটি উপকারী হবে।
এখানে কোন ঝামেলা ছাড়াই শুধুমাত্র দুই মিনিটের মধ্যে আর যে কোন পিকচারকে সুন্দরভাবে এডিট করা সম্ভব। যারা নতুন এডিটিং শুরু করছেন তাদের জন্য এই সফটওয়্যারটি সেরা হবে। যে কোন ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করতে photo editor polish ব্যবহার করতে পারেন এখানে বিভিন্ন ফিল্টার পাওয়া যাবে অটো এডিট অপশন পাওয়া যাবে রিমুভল অপশন পাওয়া যাবে।
আরোও পড়ুন: আপেল সিডার ভিনেগার এর উপকারিতা ও অপকারিতা
ছবিতে যে কোন অপ্রয়োজনীয় অংশকে রিমুভ করে ফেলতে রিমুভ বাটনে ক্লিক করতে হবে। রিমোট বাটনে ক্লিক করে হাতের সাহায্যে অপ্রয়োজনীয় অংশগুলোকে মার্ক করতে হবে এই সফটওয়্যারে আপনি আরো পাবেন বডি স্লিমাল টুল ইট হোয়াইটনিং টু ব্যাকগ্রাউন্ড রিপ্লেস টুল অটো কাটআউট টুল।
এই সফটওয়্যারটি নতুন ইউজারদের জন্য খুব উপকারী এখানে আপনি ডিএসএলআর স্টাইলে ব্যাকগ্রাউন্ড ব্লার অথবা ঝাপসা করতে পারবেন ছবি চারপাশের নিন ইফেক্ট ব্যবহার করতে পারবেন ট্রেন্ডিং স্টিকার ব্যবহার করতে পারবেন ড্রিপ ইফেক্ট টুল ব্যবহার করতে পারবেন। নতুন ইউজারদের জন্য ছবি এডিট করার সবচেয়ে সেরা সফটওয়্যার হলো photo editor polish।
প্রিয় পাঠক বৃন্দ গন আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে পিকচার এডিট করার সেরা সফটওয়্যার সম্পর্কে এই সফটওয়্যার গুলো থেকে আপনারা নিঃসন্দেহে পিকচার এডিট করতে পারবেন অনেকেই জিজ্ঞাসা করেন কোন সফটওয়্যার দিয়ে এডিট করা যায় আর সেই সফটওয়্যার গুলো কোথায় আমরা ডাউনলোড করব??
ওপরে যে সফটওয়্যার গুলো সম্পর্কে আলোচনা করলাম আপনারা এই সফটওয়্যার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। যদি প্লে স্টোরে পাওয়া না যায় তাহলে গুগলে সার্চ করবেন গুগল থেকে ডাউনলোড করতে পারবেন তবে উপরের এই সকল অ্যাপসগুলো প্লে স্টোরেই পেয়ে যাবেন।
ওপরের এই অ্যাপস গুলো যে দুইটি ভার্সন রয়েছে একটি প্রেমিয়াম অপরটি ফ্রী। যদি আপনাদের প্রেমিয়াম ভার্সন প্রয়োজন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আশা করছি ওপরের এডিটিং অ্যাপস গুলো আপনাদের কাছে ভালো লেগেছে কোন অ্যাপস এর সাহায্যে আপনি আপনার পিকচার এডিট করতে চলেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
আমাদের শেষ কথা
প্রিয় পাঠক বৃন্দ এই আর্টিকেলে আমরা আলোচনা করলাম এডিটিং নিয়ে যারা এডিটিং সম্পর্কে কিছুই জানেন না তারাও চাইলে উপরের অ্যাপ গুলো ব্যবহার করে ছবি এডিট করতে পারবেন। আজকের এই আর্টিকেলের মূল আলোচ্য বিষয় ছিল। যারা পিকচার এডিট করতে চাচ্ছেন তারা আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ দেখুন।
এই আর্টিকেলে সকল ফটো এডিটিং সফটওয়্যার নিয়ে আলোচনা করা হয়েছে বড় বড় প্রফেশনাল এডিটররা ওপরের এই অ্যাপ গুলো ব্যবহার করে আপনিও চাইলে এই সফটওয়্যার গুলো ব্যবহার করে আপনার ছবিকে সুন্দর করতে পারবেন। আশা করছি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন
বাংলা আইটিটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url