এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৫(গ্যারান্টি সহ A+)
আপনি কি এসএসসি পরীক্ষার্থী? এসএসসি পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞান সাজেশন খুঁজছেন? তাহলে আপনার খোঁজা খুঁজি এখানেই শেষ হচ্ছে আজকের এই পোস্টে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৫(গ্যারান্টি সহ A+), এসএসসি পদার্থবিজ্ঞান ফাইনাল সাজেশন এবং Ssc তে a+ পাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
তুমি যদি এই সাজেশন অনুসারে পড়াশোনা করো তাহলে গ্যারান্টি সহ পরীক্ষাতে A প্লাস অর্জন করতে পারবে। চলো তাহলে দেরি না করে আমরা ঝটপট দেখে আসি এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৫(গ্যারান্টি সহ A+), এসএসসি পদার্থবিজ্ঞান ফাইনাল সাজেশন এবং Ssc তে a+ পাওয়ার নিয়ম গুলো।
পেজ সূচিপত্র : এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৫(গ্যারান্টি সহ A+)
ভূমিকা
তোমরা যারা ssc শিক্ষার্থী রয়েছ তোমাদের পরীক্ষা আগামী ২০২৫ সালে এপ্রিল মাসে শুরু হতে পারে। ২০২৫ সালে ঈদুল ফিতরের পর তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই তোমাদের হাতে আর বেশি সময় নেই ।
যতটুকু সময় পাচ্ছো মন দিয়ে পড়াশোনা করো এবং আজকের এই সাজেশনটি দেখে নাও এই সাজেশন অনুসারে পড়লে তুমি পদার্থবিজ্ঞানে প্লাস পাবে এ বিষয়ে নিশ্চিত থাকো।
বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের জন্য এস এস সি তে এ প্লাস অর্জন করা একটু কষ্টকর হয়ে ওঠে। কারণ অন্যান্য বিভাগের বিজ্ঞান বিভাগের সাবজেক্ট গুলো একটু কঠিন এবং জটিল। তবে তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে কোন সাবজেক্টে তোমার কাছে কঠিন মনে হবে না।
আরো পড়ুন: এসএসসি বাংলা ২য় পত্র ফাইনাল সাজেশন 2025
আজকে আমরা এসএসসিতে এ প্লাস পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি এই উপায় গুলো দেখে নাও তাহলে গ্যারান্টি সহ পরীক্ষাতে করতে পারবে। চলো দেরি না করে আমরা ঝটপট দেখে আসি এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৫(গ্যারান্টি সহ A+)।
এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৫(গ্যারান্টি সহ A+)
এসএসসি পরীক্ষা দিয়ে পদার্থবিজ্ঞান সাবজেক্ট নিয়ে চিন্তিত? বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের একই সমস্যা জীব বিজ্ঞান ভালো পারলে পদার্থবিজ্ঞান নিয়ে সমস্যা থাকে। আবার পদার্থবিজ্ঞান ভালো পারলে
জীববিজ্ঞান কিংবা রসায়ন বিদ্যা নিয়ে সমস্যা থাকে। অনেকের কাছে এসএসসিতে অন্যান্য সাবজেক্ট এর জন্য ন্যায় পদার্থবিজ্ঞান তুলনামূলক একটু জটিল মনে হয় কারণ এখানে অতিরিক্ত সূত্র দেওয়া থাকে এবং গণিত থাকে।
তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা চিন্তার কোন বিষয় নেই তুমি আজকে একদম সঠিক জায়গাতে এসেছ আজকের এই পোস্টে তোমাদের সাথে এমন কয়েকটি অধ্যায় নিয়ে আলোচনা করব যে অধ্যায়গুলো থেকেই তোমাদের এসএসসি পরীক্ষাতে প্রশ্ন আসবে।
তুমি যদি আগে থেকেই জেনে যাও যে কোন কথাগুলো থেকে এসএসসি পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে তাহলে খুব সহজেই শুধুমাত্র সেই অধ্যায়গুলো ভালোভাবে পড়ে পরীক্ষাতে অল্প পড়ার মাধ্যমেও ভালো ফলাফল অর্জন করতে পারবে।
আর যদি না জানো যে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে তাহলে প্রতিটি অধ্যায় তোমাকে পড়তে হবে যা খুবই কষ্টকর। মনে করে তোমার পদার্থবিজ্ঞান বইয়ে টোটাল অধ্যায় রয়েছে ১৪ টি। পরীক্ষার আগে এই ১৪ টি অধ্যায় পড়া প্রায় অসম্ভব।
পরীক্ষার আগে এতগুলো অধ্যায় পড়ার জন্য হাতে বেশি সময় নেই আবার এতগুলো অধ্যায় পড়ে কিছু মনে থাকবে না ফলে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করা প্রায় অসম্ভব। তাই আজকের এই পোস্টটি তোমাদের সাথে আমরা শেয়ার করব এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৫।
তোমার টার্গেট হবে শুধু এ প্লাস অর্জন করা এবং এ প্লাস অর্জন করার জন্য তোমাকে পড়তে হবে শুধুমাত্র ছয়টি অধ্যায়। নিচে দেখে নাও কোন অধ্যায় গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
কোন অধ্যায় গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ
পদার্থবিজ্ঞান বইয়ে প্রতিটি অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন আসবে না। শিক্ষক শুধুমাত্র ৭ থেকে ৮ টি অধ্যায়ের উপর থেকে প্রশ্ন করবে। এসএসসি পরীক্ষাতে প্রশ্ন আসবে ৯ টি এবং সেই ৯ টি প্রশ্নের মধ্য থেকে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে।
পরীক্ষাতে ৫০ মার্কা লিখিত উত্তর দিতে হবে এবং 25 মার্কের mcq। বাকি ২৫ মার্ক পাওয়া যাবে প্র্যাকটিকালে। বিজ্ঞান বিভাগের সাবজেক্ট গুলো থেকে সহজে মার তোলা যায়। এসএসসি পদার্থ বিজ্ঞান বইয়ের টোটাল অধ্যায় রয়েছে ১৪ টি। যেমন
- ভৌত রাশি এবং পরিমাপ
- গতি
- বল
- কাজ ক্ষমতা ও শক্তি
- পদার্থের অবস্থা ও চাপ
- বস্তুর উপর তাপের প্রভাব
- তরঙ্গ ও শব্দ
- আলোর প্রতিফলন
- আলোর প্রতিসরণ
- স্থির বিদ্যুৎ
- চলবিদ্যুৎ
- বিদ্যুৎ চৌম্বক ক্রিয়া
- আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক
- জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান
এখন প্রশ্ন হল এই 14 টি অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে? এই ১৪ টি অধ্যায় পরীক্ষার আগে সম্পন্ন করা সম্ভব নয় আবার এতগুলো অধ্যায় মনে রাখাও সম্ভব নয়। কিভাবে পড়লে অল্প পড়ার মাধ্যমে পরীক্ষাতে এ প্লাস পাওয়া যাবে?
মনে রাখবে আমাদের টার্গেট হল পরীক্ষাতে পাঁচটি প্রশ্ন কমপ্লিট করা। পাঁচটি প্রশ্ন কমপ্লিট করার জন্য ১৪ টি প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র সেই অধ্যায় গুলোই পড়তে হবে যে অধ্যায়গুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে।
আরো পড়ুন: এসএসসি পরীক্ষার প্রস্তুতি এবং সাজেশন ২০২৫
এখন প্রশ্ন হল পরীক্ষাতে কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে? এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৫
- গতি
- বল
- কাজ ক্ষমতা ও শক্তি
- তরঙ্গ ও শব্দ
- আলোর প্রতিফলন
- আলোর প্রতিসরণ
- বিদ্যুৎ চৌকো ক্রিয়া
- আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক
- জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান
- পদার্থের অবস্থা ও চাপ
- বস্তুর উপর তাপের প্রভাব
আগামী ২০২৫ সালের এসএসসি পরীক্ষাতে ওপরের এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে। এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো বল, পদার্থের অবস্থা ও চাপ, বস্তুর উপর তাপের প্রভাব, তরঙ্গ শব্দ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই গ্যারান্টি সহ এই অধ্যায়গুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে।
আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ এই দুইটি অধ্যায় থেকে একটি অথবা 2 টি প্রশ্ন আসবে। শুধুমাত্র আলোর প্রতিফলন কিংবা আলোর প্রতিসরণ থেকে একটি প্রশ্ন আসবে না বরং এই দুইটি অধ্যায় থেকে মিলিয়ে একটি অথবা দুটি সৃজনশীল প্রশ্ন আসবে। পরীক্ষাতে কমন পেতে অবশ্যই এই দুইটি অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে।
প্রিয় পাঠকবৃন্দ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এসএসসি পরীক্ষার জন্য কোন অধ্যায় গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উপরের এই কয়েকটি অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং গ্যারান্টি সহ উপরের এই অধ্যায়গুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। এখন প্রশ্ন হলো কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসবে? নিচে দেখে নিন এসএসসি পরীক্ষা যে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে।
এসএসসি পরীক্ষাতে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে
আপনি কি জানেন এসএসসি পরীক্ষা দেখুন অধ্যায় থেকে প্রশ্ন আসবে? এসএসসি পরীক্ষাতে ৭ থেকে ৮ টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে। পরীক্ষা দিয়ে সময় দেওয়া হবে ২ ঘন্টা ৩০ মিনিট। এবং ২ ঘন্টা ৩০ মিনিটে প্রশ্ন লিখতে হবে ৫ টি।
এসএসসি পরীক্ষাতে সৃজনশীল প্রশ্ন আসবে নয়টি ৯ টি প্রশ্নের মধ্য থেকে যেকোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর থেকে ৫০ মার্ক প্রযোজ্য রয়েছে। এসএসসি পরীক্ষার্থীরা নিজে দেখে নিন এসএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষা দেয় কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে।
- গতি
- বল
- আলোর প্রতিফলন
- আলোর প্রতিসরণ
- পদার্থের অবস্থা ও চাপ
- বস্তুর উপর তাপের প্রভাব
- আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স
জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান
এসএসসি পদার্থ বিজ্ঞান পরীক্ষাতে এই কয়েকটি অধ্যায় থেকে প্রশ্ন আসবে। এসএসসি ২০২৫ পরীক্ষা একটু কঠিন হতে চলেছে। গতি এবং বল এই দুইটি অধ্যায় থেকে একটি অথবা দুইটি প্রশ্ন আসবে। যেমন গতি অধ্যায় থেকে ক ও খ প্রশ্ন আসবে।
বল অধ্যায় থেকে গ এবং ঘ প্রশ্ন আসবে। এই জন্য একটি সৃজনশীল প্রশ্ন কমপ্লিট করার জন্য দুইটি অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে। গতি এবং বল এই দুইটি অধ্যায় খুব বেশি গুরুত্বপূর্ণ এবং গ্যারান্টি সহ এই দুইটি অধ্যায় থেকে দুইটি কিংবা একটি সৃজনশীল প্রশ্ন আসবে।
আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ এই দুইটি অধ্যায় থেকে একটি অথবা দুটি সৃজনশীল প্রশ্ন কমন পাবে। যেমন আলোর প্রতিফলন অধ্যায় থেকে ক এবং খ প্রশ্ন আসবে। আদর প্রতিসরণ অধ্যায় থেকে সৃজনশীল অনুসারে গড় এবং ঘ দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে।
গ্যারান্টি সহ এই দুইটি অধ্যায় থেকে একটি কিংবা দুইটি সৃজনশীল প্রশ্ন কমন আসবে। আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ এই দুইটি অধ্যায় থেকে চিত্র আকারে প্রশ্ন আসবে।
পদার্থের অবস্থা ও চাপ এবং বস্তুর উপর তাপের প্রভাব এই দুইটি অধ্যায় থেকে দুইটি কিংবা একটি সৃজনশীল প্রশ্ন আসবে। যেমন পদার্থের অবস্থা ও চাপ অধ্যায় থেকে ক এবং গ প্রশ্ন আসবে। আবার বস্তুর ওপর তাপের প্রভাব অধ্যায় থেকে খ এবং ঘ পর্যন্ত আসবে। এক কথায় এই প্রতিটি অধ্যায় খুব মনোযোগ সহ পড়তে হবে।
সর্বশেষ জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান এই অধ্যায় থেকে ক এবং খ প্রশ্ন আসবে। এই অধ্যায় থেকে প্রচুর MCQ আসতে পারে তাই অধ্যায়টি পদার্থবিজ্ঞান বোর্ড বই থেকে খুঁটিয়ে পড়তে হবে।
জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান অধ্যায় থেকে ক ও খ প্রশ্ন আসবে এবং আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স এই অধ্যায়টি থেকে খ এবং গ দুইটি চিত্র আকারে প্রশ্ন আসবে।
প্রিয় পাঠক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এসএসসি পরীক্ষাতে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষাতে উপরের এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে। এবার চলুন আমরা দেখে আসি এসএসসি পদার্থবিজ্ঞান ফাইনাল সাজেশন।
এসএসসি পদার্থবিজ্ঞান ফাইনাল সাজেশন
এসএসসি পরীক্ষার জন্য এসএসসি পদার্থ বিজ্ঞান ফাইনাল সাজেশন তৈরি করা হয়ে গেছে। এসএসসি পরীক্ষার্থীরা এই সাজেশন অনুসারে পড়লে গ্যারান্টি সহ পরীক্ষাতে এ প্লাস অর্জন করতে পারবেন।
যারা মনে করেন পদার্থবিজ্ঞান সাবজেক্টে অনেক কঠিন এবং পদার্থবিজ্ঞান সাবজেক্টে এ প্লাস অর্জন করা প্রায় অসম্ভব তাদের জন্য আজকের এই পোস্টটি আজকের এই পোস্টে শুধুমাত্র সেই অধ্যায়গুলো শেয়ার করবো যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে। নিচে দেখে নিন এসএসসি পদার্থবিজ্ঞান ফাইনাল সাজেশন।
- গতি*** (ক ও খ প্রশ্ন)
- বল***(গ ও ঘ প্রশ্ন
- ১ সেট প্রশ্ন কমন
- আলোর প্রতিফলন *** (ক ও খ প্রশ্ন)
- আলোর প্রতিসরণ *** (গ ও ঘ প্রশ্ন)
- ১/২ সেট প্রশ্ন কমন
- তরঙ্গ ও শব্দ *****
- ১ সেট প্রশ্ন কমন
- বস্তুর ওপর তাপের প্রভাব***
- পদার্থের অবস্থা ও চাপ***
- ২ সেট প্রশ্ন কমন
গতি এবং বল এই দুইটি অধ্যায় থেকে গ্যারান্টি সহ এসএসসি পদার্থ বিজ্ঞান পরীক্ষাতে প্রশ্ন কমন পাবেন। আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ এই দুইটি অধ্যায় থেকে একটি অথবা দুইটি সৃজনশীল প্রশ্ন কমন আসবে। তাই এই চারটি অধ্যায় খুব মনোযোগ সহ করতে হবে কারণ এই চারটি অধ্যায় থেকে গ্যারান্টি সহ পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে।
পদার্থবিজ্ঞান বইয়ের তরঙ্গ ও শব্দ এই অধ্যায়টি থেকে একটি অথবা দুই সেট সৃজনশীল প্রশ্ন কমন আসবে। শুধুমাত্র তরঙ্গ ও শব্দ এই অধ্যায়টি পড়লে একটি অথবা দুটি প্রশ্ন কমন আসবে।
তারপর বস্তুর ওপর তাপের প্রভাব এবং পদার্থের অবস্থা ও চাপ এই দুইটি অধ্যায় খুব গুরুত্বপূর্ণ। এই দুইটি অধ্যায় থেকে দুই সেট সৃজনশীল প্রশ্ন কামনা আসবে। এই সাতটি অধ্যায় পড়লে আর অন্য কোন অধ্যায় পড়ার কোন প্রয়োজন হবে না।
এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের ১৪ টি অধ্যায়ের মধ্যে থেকে এই সাতটি অধ্যায় পড়লে গ্যারান্টি সহ পরীক্ষাতে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবেন। এবং গ্যারান্টি সহ পরীক্ষাতে এ প্লাস অর্জন হবে। তাই পদার্থ বিজ্ঞান নিয়ে চিন্তা বাদ দিন এবং এই সাতটি অধ্যায় পড়া শুরু করুন।
প্রিয় পাঠক আশা করছি আপনি বুঝতে পেরেছেন এসএসসি পদার্থবিজ্ঞান ফাইনাল সাজেশন সম্পর্কে। যারা পদার্থবিজ্ঞান সাবজেক্ট নিয়ে অনেক বেশি চিন্তিত রয়েছেন তারা চিন্তা বাদ দিন
এবং এই সাজেশন অনুসারে পড়াশোনা করুন। এই সাজেশন অনুসারে পড়াশোনা করলে গ্যারান্টি সহ পরীক্ষাতে এ প্লাস পাবেন। এবার চলুন আমরা দেখে আসি Ssc তে a+ পাওয়ার নিয়ম।
Ssc তে a+ পাওয়ার নিয়ম
প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, Ssc তে a+ পাওয়ার নিয়ম খুঁজছেন? তাহলে আপনাদের খোঁজাখুঁজি এখানেই শেষ হচ্ছে এসএসসিতে এ প্লাস পাওয়া খুব কঠিন করে বিষয় নয় একটু চেষ্টা করলে এবং নিয়ম অনুসারে পড়াশোনা করলে সহজে পরীক্ষা এ প্লাস পাওয়া যায়।
লক্ষ্য করে দেখুন যারা ক্লাস টপার রয়েছে তারা প্রতি বছরে পরীক্ষাতে এ প্লাস অর্জন করে এর কারণ কি একজন শিক্ষার্থীর পক্ষে কি প্রতি বছরে একই মার্ক পাওয়া একইভাবে এ প্লাস পাওয়া সম্ভব?
হ্যাঁ সম্ভব। a+ পাওয়ার জন্য দিনে ২৪ ঘন্টা পড়ার কোন প্রয়োজন নেই। একটু নিয়ম অনুসারে দিনের ৪ ঘন্টা পড়াশোনা করলেও পরীক্ষাতে এ প্লাস পাওয়া যায়। অনেক শিক্ষার্থী অনেক ভালো পড়াশোনা করে তবুও পরীক্ষাতে এ প্লাস অর্জন করতে পারে না? এর কারণ কি?
এর কারণ হলো তারা নিয়ম অনুসারে পড়াশোনা করে না। সেই কোন নিয়মে পড়াশোনা করলে Ssc তে a+ পাওয়া যাবে? জানতেই নিচে ঝটপট দেখে নিন Ssc তে a+ পাওয়ার নিয়ম গুলো।এই নিয়ম অনুসারে পড়াশোনা করলে গ্যারান্টি সহ Ssc তে a+ পাওয়া যাবে।
- সকালে উঠতে হবে
- সকালে উঠে ডেইলি রুটিন তৈরি করতে হবে।
- কখন কোন সময় কোন কাজ সম্পন্ন করবেন সে সমস্ত বিষয়গুলো রুটিন অন্তর্ভুক্ত করতে হবে।
- সকালে উঠে শরীর চর্চা করতে হবে। শরীর চর্চা করা খুবই জরুরী শরীর চর্চা করলে স্মৃতিশক্তি উন্নত হয়।
- তারপর সকালের নাস্তা খেয়ে হালকা পড়াশোনা করতে হবে।
- রাতে কি কি পড়েছিলেন সে পড়া গুলো সকালে রিভাইজ দিতে হবে।
- স্কুলে যেতে হবে। স্কুলে প্রতিটি ক্লাসে মনোযোগী হতে হবে এবং স্যার কোন কোন সাজেশন গুলো দিচ্ছেন খাতায় নোট করতে হবে।
- সাজেশন বই পড়তে হবে।
- বেশি বেশি বোর্ড প্রশ্ন পড়তে হবে
- পড়া শেষে না দেখে বলার চেষ্টা করতে হবে পড়ার সময় হাতের কাছে একটি কলম এবং খাতা রাখতে হবে।
- পড়ার সময় যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে খাতায় নোট করে রাখতে হবে। এবং কালার পেনের সাহায্যে বই মার্ক করতে হবে।
- পড়া শেষে পড়াটি না দেখে লিখার চেষ্টা করতে হবে। পাশে সহবাসের সাহায্য নিতে হবে।
- প্রতিদিন পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। প্রতিদিন পড়া চর্চা করতে হবে।
- যে পড়াগুলো অনেকদিন হয়ে গেছে পড়া হয়নি সে পড়া গুলো আবারও বাসায় রিভাইজ দিতে হবে।
- প্রতিদিন রাত ১২ টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে।
- গভীর রাত পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করা যাবে না এতে স্মৃতিশক্তি ভালো থাকবে।
ওপরের এই নিয়মগুলো মেনে চললে পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে পারবেন এসএসসি শিক্ষার্থীদের জন্য পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করার জন্য শুধুমাত্র সঠিক জীবন যাপনকে বেছে নিতে হবে।
বর্তমান সময়ে বেশিরভাগ শিক্ষার ছেলে গভীর রাত পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করেন এবং সকালে উঠে স্কুলে যান যার ফলে মাথায় প্রেসার থাকে এবং মাথা ব্যথা করে।
সঠিকভাবে ঘুম না হলে স্মৃতিশক্তি কাজ করে না এজন্য ভালো স্টুডেন্টরা নিয়মিত রাত ১২ - ১২ এর মধ্যে ঘুমিয়ে পরে। একজন ব্যক্তি যখন ঘুমিয়ে থাকে তখন তার মস্তিষ্ক শিথিল হয়ে থাকে। মস্তিষ্কে আরাম দেওয়ার জরুরী। তাই প্রতিদিন রাত বারোটা এর মধ্যে ঘুমিয়ে পড়তে হবে।
প্রতিদিন সকালে ওঠার অভ্যাস তৈরি করতে হবে সকালে উঠে পড়লে যেকোনো পড়া অতি দ্রুত সম্পন্ন হয়ে যায় যে পড়াটি রাতে পড়তে আপনার দুই ঘন্টা সময় প্রয়োজন সেই পড়াটি সকালে ৩০ মিনিটের মধ্যে সম্পন্ন করা সম্ভব।
সকালে উঠে পড়তে হবে এবং শরীর চর্চা করতে হবে। শরীরচর্চা করলে স্মৃতিশক্তি মজবুত হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় পড়ার সময় হাতে একটি কালার পেন এবং খাতা রাখতে হবে।
আরো দেখুন: মাসে ৩০ হাজার টাকা ইনকাম করার উপায় সমূহ
পড়ার সময় যে বিষয়গুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সে বিষয়গুলো খাতায় নোট করে রাখতে হবে এবং কালার পেরে সাহায্যে সে অংশগুলো মার্ক করতে হবে। বেশিরভাগ শিক্ষার্থীরা বলেন পড়া মনে থাকে না।
এর কারণ হলো সঠিক নিয়মে পড়াশোনা করেন না। পড়ার সময় হাতে একটি খাতা এবং কাদের রাখতে হবে এবং প্রতিটি গুরুত্বপূর্ণ পড়া গুলোর খাতায় নোট করে রাখতে হবে পরীক্ষার আগে একটি খাতার মাধ্যমে পরীক্ষার সমস্ত প্রিপারেশন তৈরি হয়ে যাবে।
ওপরের এই নিয়মগুলো মনে রাখলে অতি সহজে এসএসসি পরীক্ষা তে এ প্লাস অর্জন করতে পারবেন। প্রিয় পাঠক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন Ssc তে a+ পাওয়ার নিয়ম সম্পর্কে।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা দেখলাম এসএসসি পদার্থবিজ্ঞান ফাইনাল সাজেশন, এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৫(গ্যারান্টি সহ A+), Ssc তে a+ পাওয়ার নিয়ম এবং এসএসসি পরীক্ষাতে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে।
আজকের এই পোস্টে আমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ফাইনাল সাজেশন শেয়ার করলাম এই সাজেশন অনুসারে পড়লে পরীক্ষাতে গ্যারান্টি সহ এ প্লাস অর্জন করতে পারবেন।
আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন পদার্থবিজ্ঞান পরীক্ষা দিয়ে কিভাবে এ প্লাস পাওয়া যায় এবং কোন কোন অধ্যায় পড়লে সবচেয়ে বেশি প্রশ্ন কমন পাওয়া যাবে? এসএসসি পরীক্ষাতে এ প্লাস অর্জন করা খুবই সহজ।
আপনারা এই নিয়মে পড়াশোনা করলে এবং ওপরের এই সাজেশনটি অনুসরণ করলে সহজে পরীক্ষাতে এ প্লাস অর্জন করতে পারবেন। অনেকে পদার্থবিজ্ঞান বিষয়ে একটু দুর্বল। কিন্তু এখন আর পদার্থ বিজ্ঞান নিয়ে কোন চিন্তা নেই।
পদার্থবিজ্ঞান পরীক্ষাতে এ প্লাস অর্জন করার জন্য এই 14 টি অর্ধে পড়ার কোন প্রয়োজন নেই শুধুমাত্র ওপরের অধ্যায় পড়লে পরীক্ষাতে গ্যারান্টি সহ পাঁচটি প্রশ্ন কমন পাবেন।
এবং পাঁচটি প্রশ্ন লিখে অনায়াসে পরীক্ষাতে A+অর্জন করতে পারবেন। আজকের এই সাজেশনটি আপনার কাছে কেমন লেগেছে এবং কোন কোন সাবজেক্টে সাজেশন প্রয়োজন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।
বাংলা আইটিটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url