ওমানের ভিসা কবে খুলবে ২০২৫ দেখে নিন এখনই
সেরা পিকচার এডিট করার সফটওয়্যার
আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। নিশ্চয় আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। অনেক ভাইয়ারা জানতে চাচ্ছেন ওমানের ভিসা কবে খুলবে। তো বন্ধুরা আজ এই আরর্টিকেল থেকে বিস্তারিত জানতে পারবেন ওমানের ভিসা কবে খুলবে ২০২৫ সালে। এই আরর্টিকেল থেকে আপনারা সঠিকভাবে জানতে পারবেন যে, ওমানের ভিসা কবে খুলবে এবং ওমান দূতাবাস এর ঠিকানা। এবং আরো জনতে পারবেন ওমান এম্বাসি বাংলাদেশে কোথায় আছে।
ওমানের ভিসা কবে খুলবে ২০২৫- যারা ওমান দেশে যেতে আগ্রহী তাদের মাথায় সব সময় ঘোরছে ওমান ভিসা কবে খুলবে। তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে, দীর্ঘ ৬ মাস যাবৎ ওমান দেশের ভিসা বন্ধ রাখা হয়েছে। এবং ভবিষ্যৎ এ খুলবে কিনা তার ও কোন সন্ধান এখনো পাওয়া যায়নি। আর দেরি না করে ওমান ভিসা কবে খুলবে এবং ওমানের ফ্যামিলি ভিসা কবে খুলবে বিস্তারিত জানা যাবে এই আরর্টিকেল থেকে। পড়তে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত।
পেজ সূচিপত্রঃ ওমানের ভিসা কবে খুলবে ২০২৫
ভৃমিকা
ওমান দেশটি মধ্যপ্রচ্যের একটি দেশ। ওমান দেশে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকজন কর্ম করছেন। ওমান দেশে হাজার হাজার মানুষ স্টুডেন্ট ভিসা, ট্যুরিস ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ওমান দেশে পারি জমাচ্ছেন।
ওমান সরকার বাংলাদেশ থেকে চুক্তির ভিত্তিতে শ্রম নিয়োগ করে থাকে। তো বন্ধুরা আজ আপনারা এই আরর্টিকেল থেকে ওমান দেশে যাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা, ওমান ভিসার দাম, ওমান দেশের বেতন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ওমানের ফ্যামিলি ভিসা কবে খুলবে?
ওমানের ফ্যামিলি ভিসা কবে খুলবে? অনেকেই জানতে চাচ্ছেন ওমানের ফ্যামিলি ভিসা কবে খুলবে। আসলে ওমানের ফ্যামিলি ভিসা এবং কাজের ভিসা কবে চালু হবে তার কোন নির্দিষ্ট ডেট নেই।
আর যদি চালু হয় তাহলে এক সাথে সকল ভিসা চালু হবে। ভিসা একসাথে চালু হবে এটাও ধারনা নিয়ে বলা হচ্ছে। আসল খবর কেউই দিতে পারবেন না। যদি কেও বলে ওমানের ভিসা এত তারিখে চালু হবে তাহলে তা ভুল বলবে।
নির্দিষ্ট ভাবে বলার মতো কারো সার্মথ্য নেই। কেউ যদি বলে সেটা মিথ্যা বলবে। ফ্যামিলি ভিসা কবে চালু হবে এখনো পর্যন্ত কোন আপডেট আসে নাই। যদি আসে তাহলে আপনারা জানতে পারবেন আমাদের এই ওয়েবসাইড থেকে। ভালো থাকবেন সকলেই ধন্যবাদ।
ওমানের ভিসা কবে খুলবে ২০২৫
ওমানের ভিসা কবে খুলবে ২০২৫?? ওমান সরকার বাংলাদেশি কর্মিদের জন্য ভিসা বন্ধ রেখেছেন গত ৬ মাস ধরে। এখনো কোন সংবাদ পাওয়া যায় নি কবে খুলবে ওমানের ভিসা। তবে এক কথায় বলা যায় ওমানের ভিসা চালু হওয়ার আশঙ্কা অনেক কম।
ভিসার অপব্যাবহারের অভিযোগে গত ৩১-১০-২০২৩ সালে ভিসা বন্ধ করেছেন ওমান সরকার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো ( বিএমটি) থেকে জানা গেছে ওমান ভিসা কবে চালু হবে তা একে বারেই অনিশ্চিত।
ওমান ভিসা বন্ধ হওয়ার কারনে দেশের হাজার হাজার শ্রমিক আজ বেকার বসে আছেন। আবার যাদের ওমানে চাকরি আছে তাদের ও অনেকেরই চাকরি চলে যাওয়ার সম্ভবনা আছে। চাকরি চলে গেলে নতুন কোন কাজের সুযোগ নেই বর্তমানে ওমান দেশে।
ওমান প্রবাসীদের এই ধরনের সমস্যা হওয়ার কারনে বাংলাদেশ সরকার ওমান সরকারের কাছে ভিসা চালুর জন্য আবেদন করেছেন। কিন্তু ওমান সরকারের এখনো পর্যন্ত কোন মতামত জানা যায়নি।
এই জন্য প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের অনেক কর্মকর্তারা বলছেন ওমান ভিসা চালু হবে এর কোন সঠিক নিশ্চয়তা নেই। কিন্তু রাষ্ট্রপতি ওমান ভিসা আবার চালু করার অনেকটাই আশ্বাস দিয়েছেন ওমান প্রবাসীদেরকে। যেহেতু ওমানের ভিসা খোলার সঠিক কোন তথ্য কারো কাছে নেই সেহেতু কোন ভাই ও বোনেরা ওমান যাওয়ার জন্য কোন দালাল বা এজেন্সিতে টাকা দিবেন না। যদি টাকা দেন তাহলে নিজেরাই দায়ি হবেন।
ওমানের ভিসা বন্ধ হলো কেন?
ওমানের ভিসা বন্ধ হলো কেন? ওমান ভিসা বন্ধ হওয়ার কারণ কি? নিশ্চয় এই বিষয়টা অনেকেই জানতে আগ্রহী। আসলে ভিসার অপব্যাবহারের জন্য ওমান সরকার ভিসা বন্ধ করে দিয়েছেন।
একটা মানুষ বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে ওমান যেতে মোট খরচ হয় ৫-৬ লক্ষ টাকা। এত গুলো টাকা দিয়ে ওমান দেশে যাওয়ার পরে যদি কাজ না দেয় বা কাজ না মিলে তাহলে তারা বেকার অবস্থায় ওমান দেশে বসে থাকে।
এই বেকারত্বের কারনে বাংলাদেশিরা ওমান দেশে অবৈধ্য কাজে লিপ্ত হয়। আবার অনেক সময় ওমান নাগরিকদের সাথে তর্কাতর্কি হয়ে মারার হুমকি দেয়। এই ধরনের রিপোট ওমান সরকার প্রায়ই পেত। তাই ওমান সরকার বিভিন্ন বিষয় বিবেচনা করে সামায়িক ভাবে বাংলাদেশিদের জন্য ওমান ভিসা বন্ধ করে রেখেছেন।
ওমান দূতাবাস যোগাযোগের ঠিকানা?
ওমান দূতাবাস ঠিকানা? প্রবাসীরা যখন বিপদে পরেন তখন দূতাবাসের প্রয়োজন হয় সাহায্য নেওয়ার। অনেক সময় সঠিক ঠিকানার অভাবে আপনারা দূতাবাস থেকে সাহায্য নিতে পারেন না। তো প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকে আপনারা এই আরর্টিকেল থেকে জানতে পারবেন কিভাবে দূতাবাস থেকে সাহায্য নিতে পারবেন। তিন ভাবে দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারবেন। ১. ইমেইল এর মাধ্যমে ২. ফাক্স এর মাধ্যমে ৩. সরাসরি দূতাবাসে গিয়ে কথা বলার মাধ্যমে।
দূতাবাসে যোগাযোগের মাধ্যমে যে সকল সেবা বা সাহায্য পেতে পারেন তা নিচে দেওয়া হলো-
- আইনগত কোন সমস্যা হলে আপনারা সেখানে ফোন করতে পারেন।
- কার্যক্ষেত্রে কাজ নিয়ে কোন সমস্যা হলে সেখানে ফোন করতে পারেন।
- মহিলা গৃহকর্মিদের কর্মক্ষেত্রে কোন সমস্যা হলে দূতাবাসে ফোন করতে পারেন।
- মৃত্যু বা কোন গুরুতর অসুস্থ্য হলে বাড়িতে পাঠানোর জন্য সেখানে ফোন করতে পারেন।
- অথবা দুর্ঘটনায় মৃত্যু হলে বা গুরুতর আহত হলে ক্ষতিপূরণ নেওয়ার ক্ষেত্রে দূতাবাসে ফোন করতে পারেন।
- পাসপোর্টের কোন সমস্যা হলে দূতাবাসে ফোন দিয়ে সাহায্য নিতে পারবেন।
- প্রবাসীদের সন্তানদের লেখাপড়ার সুবিধার জন্য দূতাবাসে ফোন দিয়ে সাহায্য নিতে পারবেন।
- অন্যান্য যে কোন জরুরী প্রয়োজন বা কোন অসুবিধা হলে সাথে সাথে দূতা বাসে ফোন দিয়ে সাহায্য নিতে পারবেন।
উপরের এত গুলো সাহায্য নেওয়া জন্য নিশ্চয় ওমান দূতাবাসের যোগাযোগের ঠিকানা থাকতে হবে। নিচে দূতাবাসের একটি ফোন নাম্বার দেওয়া হলো। নিচের দেওয়া নাম্বারে ফোন করলে কোন প্রকার আপনাদের পয়সা খরচ হবে না।
- টেলিফোন নাম্বারঃ= 80081234
- টেলিফোন নাম্বারঃ= 24603514
- muscathelpdesk@ Gmail.com
এই নম্বার গুলোতে ফোন করলে অবশ্যই সকাল 8.30 মিনিট থেকে বিকাল 4.30 মিনিটের মধ্যে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে।
বাংলাদেশ দূতাবাস ঠিকানা হলোঃ
ভবন নাম্বার # ৮২৮৭
সরক নম্বার # ৩০৫২
শাতি আর কুরুম( আল সবুজ প্রেট্রল পাম্প এর নিকটে), মাস্কাট। এই ঠিকানায় গিয়ে সরাসরি আপনাদের কাঙ্খিত যে সকল তথ্য বা সাহায্য নিয়ার আশা আছে সেগুলো বলতে পারবেন এবং সাহায্য নিতে পারবেন সহজেই।
ওমান বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার?
ওমান বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার? ওমান প্রবাসীদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য ওমান বাংলাদেশ এম্বাাসির মোবাইল নাম্বার এর প্রয়োজন হয়। অনেকেরই হয়তো ওমান বাংলাদেশ এম্বাসির মোবাইল নাম্বার জানা নেই। প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আপনাদের সুবিধার জন্য আজকের আরর্টিকেলে ওমান বাংলাদেশ এম্বাসির মোবাইল নাম্বার গুলো দেওয়া হলো। এই নাম্বার গুলো তে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং সমস্যার সমাধান করতে পারবেন। মোবাইল নাম্বার গুলো হলো-
- +968-2469-8217
ওমান যেতে কত টাকা লাগে?
ওমান যেতে কত টাকা লাগে? ওমান দেশটি একটি স্বাধীন দেশ এবং এই দেশের সরকারি নাম হলো ওমান সালতানাত। বাংলাদেশ থেকে বিভিন্ন কাজের জন্য ওমানে হাজার হাজার বাঙ্গালীরা যায়। তবে ওমানে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা এবং ভ্রমন ভিসা অন্যতম। তো এখন কথা হলো ওমান যেতে কত টাকা লাগে তা অনেকেই জানতে চেয়েছেন। এখানে ৩ ভাবে যাওয়া যাবে একটি কাজের উদ্দেশে, লেখাপড়ার উদ্দেশে আরেকটি ভ্রমনের উদ্দেশে।
- ওমানে কাজের উদ্দেশে গেলে মোট টাকা লাগবে ৫লক্ষ থেকে ৭লক্ষ টাকা। আগের তুলনায় এখন বেশি হয়েছে।
- ভ্রমন ভিসায় ওমানে গেলে ১লক্ষ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা খরচ হতে পারে।
- ওমান সরকার স্টুডেন্ট দের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে থাকেন। এই জন্য স্টুডেন্ট ভিসায় ওমান গেলে খরচ হবে মোট ৫০-৮০ হাজার টাকার মতো।
প্রিয় ভাই ও বোনেরা যে দেশেই পারি দিতে চান না কেন অবশ্যই দালাল থেকে সর্তকতা অবলম্বন করতে হবে। কারন আমরা এখানে সঠিক টাকার হিসাব দিয়েছে কিন্তু অনেক দালাল আছে যারা এর চাইতে ও বেশি লাভবান হতে চায়। এই জন্য সকল বিষয়ে সঠিক তথ্য জানার জন্য দূতাবাস বা এম্বাসিতে ফোন দিয়ে সঠিক খবর নিবেন। তাহলে আপনাদের জন্য ভালো হবে।
ওমান ভিসা আবেদন?
ওমান ভিসা আবেদন? ওমান বাংলাদেশ দূতাবাস জানয়, ঢাকায় দূতাবাস উল্লিখিত শ্রেণিভুক্ত আবেদনকারীদের কাছ থেকে ওমান ভিসা আবেদন করার জন্য যে সকল প্রয়োজণীয় সত্যায়িত কাগজপত্র লাগবে সেগুলো যাচাই বাছাই এর জন্য দূতাবাসে জমা করতে হবে।
ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রত্যেক আবেদনকারীর জমকৃত কাগজপত্র যাচাই বাচাই এর প্রতি নির্ভর করে ১ থেকে ৪ সপ্তাহ সময় নির্ধারন করা হয়েছে। ওমানে ভিসা আবেদন করার জন্য যে বিষয় গুলো প্রয়োজন হবে তা নিচে দেওয়া হলো-
- প্রথমে আপনাকে পাসপোর্ট তৈরী করতে হবে।
- কোন কাজের উপর যাবেন তা বাছাই করতে হবে।
- প্রয়োজনীয় সকল ডকুমেন্ট দিয়ে ভিসার আবেদন করতে হবে।
- সাক্ষাৎকার দিতে হবে।
- সকল ফি প্রদান করতে হবে।
- ভিসা অ্যাপলিকেশন টি ট্রাক করে দেখবেন।
- আপনার একটি মেডিকেল টেস্ট দিতে হবে।
- মেডিকেল রিপোর্ট ঠিক থাকলে আপনাকে ওমান ভিসা প্রদান করা হবে।
- এর পর ম্যানপাওয়ার ফিঙ্গার দিতে হবে।
ওমান ভিসার জন্য কি কি ডকমেন্ট লাগে?
ওমান ভিসার জন্য কি কি ডকমেন্ট লাগে? আপনি কি ওমান যেতে আগ্রহী। তাহলে আপনাকে আগে জানতে হবে ওমান ভিসা পাওয়ার জন্য কি কি ডকমেন্ট লাগবে। ডকমেন্ট গুলো জানা থাকলে আপনার সময়ের অপচয় হবে না এবং অনেক সুবিধা হবে। জানতে হলে নিচের লাইনে পড়তে থাকুন ওমান ভিসার জন্য কি কি ডকমেন্ট লাগে?
- একটি বৈধ পাসপোর্ট লাগবে। এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে।
- পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ৮-১০ কপি। স্ট্যাম সাইজের ও লাগতে পারে।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- করোনা ভ্যাকসিন সার্টিফিকেট।
- মেডিকেল টেস্ট সার্টিফিকেট।
- ড্রাইভারের কাজে গেলে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- কাজের অভিঙ্গতা সার্টিফিকেট।
- একাডেমিক সার্টিফিকেট।
- ব্যাংক অ্যাকাউন্ট।
আপনি যদি ওমানে যেতে চান তাহলে উপরের দেওয়া ডকমেন্টস গুলো লাগবে। এই ডকমেন্টস গুলো দিয়ে আপনাকে আবেদন করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওমানে যেতে কি কি ডকমেন্টস লাগে।
আরো পড়ুন: গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা মাত্র ৩ মাসেই গরু মোটাতাজা করুন
ওমানের ভিসা চেক করার নিয়ম?
ওমানের ভিসা চেক করার নিয়ম? অবশ্যই যে কোন দেশের ভিসা পাওয়ার পর আপনাকে চেক করে নিতে হবে। যে ভিসার ধরন কি রকম। কি কাজ দিবে এবং কত টাকা বেতন দিবে। ভিসা আসল নাকি নকল তা আমাদের চেক করে নিতে হবে। ওমানের ভিসা কিভাবে আপনারা চেক করবেন তা নিচে বিস্তারিত দেওয়া হলো-
ওমানের ভিসা চেক করার নিয়ম
ভিসা চেক করার জন্য অবশ্যই স্মার্টফোন লাগবে। কোন মুঠোফোন দিয়ে ভিসা চেক করতে পারবেন না। প্রথমে আপনার মোবাইলের Chrome browser open করুন। তারপর সার্চ ইনপুটে ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সন্ধান করুন। লিঙ্কে ক্লিক করুন। অথবা আপনি যেই ওয়েবসাইডে ভিসা চেক করতে চান সেখানে প্রবেশ করুন।
- ওয়েবসাইডে প্রবেশ করার পর আপনার পাসপোর্ট নাম্বার লিখুন।
- ভিসা অ্যাপলিকেশন নাম্বার লিখুন।তার পর আপনার পাসপোর্ট দেশ নির্বাচন করুন (পাসপোর্ট ইস্যু করা দেশ)অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে পাসপোর্ট করে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে নিন।
- তার পর একটা সিকিউরিটি ক্যাপচা সঠিকভাবে লিখতে বলা হবে আপনাকে সব কয়টি অক্ষর বড় হাতের লিখতে হবে।
- এবং সঠিক তথ্য প্রবেশ করাতে হবে। 'জমা দিন' বা 'সাবমিট'এ ক্লিক করুন এবং আপনি আপনার ভিসা আবেদনের অবস্থা দেখতে পাবেন।
ওমান দেশ নিয়ে কিছু ছোট প্রশ্ন ও উত্তর
ওমানে ১ রিয়াল বাংলাদেশে কত টাকা হয়?
উত্তরঃ ওমানের ১ রিয়াল = বাংলাদেশের ৩০৪.৬৮ টাকা।
ওমানের ধর্ম কি?
উত্তরঃ ওমানদের ধর্ম ইসলাম। তার মধ্যে কিছু কিছু সুন্নি ও শিয়ারাও রয়েছে।
ওমান দেশে রাজমিস্ত্রি কাজের বেতন কত?
উত্তরঃ ওমান দেশে রাজমিস্ত্রি কাজ করলে দিনে ১০-১২ রিয়াল ইনকাম করতে পারবেন।
ওমানে হোটেল এবং রেস্টুরেন্ট এর বেতন কেমন?
উত্তরঃ ওমানে হোটেল এবং রেস্টুরেন্ট এর বেতন হয় ২০০-২৫০ রিয়াল। তবে কাজেল অভিঙ্গতার উপর বেতন হয়।
ওমানে মাজরা এবং বাগানের কাজের বেতন কেমন হয়?
উত্তরঃ ওমানে মাজরা এবং বাগানের কাজের বেতন বেশি হয় না। মাসিক বেতন হয় ১৫০-২০০ রিয়ালের মতো।
ওমানে যেতে কত বয়স লাগে?
উত্তরঃ ওমানে যেতে সর্বনিম্ন ২২ এবং সর্বোচ্চ ২৫ বছর বয়সে বেশি লোক নেওয়া হয় ওমানে।
ওমানের আকামা ফি কত?
উত্তরঃ ওমানের আকামা ফি প্রথম শ্রেণীর জন্য আকামা ফি/-২০১ রিয়াল। দ্বিতীয় শ্রেনীর জন্য/-১০১ রিয়াল। এবং তৃতীয় শ্রেণীর জন্য/-৬০১ রিয়াল এবং অন্যান্য যে সকল পদ আছে সেগুলোর জন্য/- ৩০১ রিয়াল আকামা ফি দিতে হয়।
ওমানে কোন কাজের চাহিদা বেশি?
উত্তরঃ ওমানে রাজমিস্ত্রি এবং ইলেকট্রিক কাজের চাহিদা বেশি। এসব কাজের বেতন ও বেশি।
ওমান এম্বাসি বাংলাদেশ কোথায়
উত্তরঃ ওমান এম্বাসি বাংলাদেশে ঢাকায় অবস্থিত।
লেখকের শেষ কথাঃ ওমানের ভিসা কবে খুলবে ২০২৫
প্রিয় পাঠক আজ আমরা এই পোষ্ট থেকে ওমান ভিসা নিয়ে অনেক কিছু জানতে পারলাম। আপনারা ওমান দেশে যেতে চাইলে অবশ্যই অপেক্ষায় থাকতে হবে। ওমান দেশের ভিসা খুললে তবেই যেতে পারবেন। তাছারাও ওমান দেশ ছারাও আরো অনেক দেশ আছে সেগুলো দেশেও আপনারা যেতে পারবেন। আমাদের আরর্টিকেল থেকে জানতে পারলেন, ওমানের ফ্যামিলি ভিসা কবে খুলবে, ওমানের ভিসা কবে খুলবে ২০২৫,
ওমান দূতাবাস ঠিকানা, ওমান বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার, ওমান ভিসা আবেদন করতে কি কি লাগে, ওমানের ভিসা চেক, ওমান যেতে কত টাকা লাগে, ইত্যাদি বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারলাম। আমাদের আরর্টিকেল টি পড়ে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে পরিচিতদের মধ্যে সেয়ার করে দিবেন এবং বিদেশের খবর নিয়ে ভালো ভালো খবর পেতে এই ওয়েবসাইড ভিজিট করুন। ধন্যবাদ।
বাংলা আইটিটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url